শুভেন্দু অধিকারী
Share it

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা মানে গণতন্ত্র ও ভারতমাতার বিরুদ্ধাচারণ করা।” শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনই দাবি করলেন নন্দীগ্রামের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী।


শুভেন্দু অধিকারী বলেন, “করোনার বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে ‘মোদীর টিকা’ নিতেই হবে। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলার অর্থ গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করা। কারণ, দেশবাসী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। পাকিস্তান ও বাংলাদেশের কাছে টিকা নেই। সুতরাং আপনাকে ‘মোদীর টিকা’ই নিতে হবে।”

শুক্রবার এগরা ও পটাশপুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্যাকসিন রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রেক্ষিতে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

বাংলায় নির্বাচনী লড়াই শুরু হতে বাকি আর মাত্র ৭ দিন। তার আগে যুযুধান দুই পক্ষ TMC ও BJP একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। বিভিন্ন রাজনৈতিক বিষয়ের পাশাপাশি ভ্যাকসিন নিয়েও চলছে রাজনৈতিক চাপানউতোর। প্রধানমন্ত্রী টিকাকরণের সঙ্গে রাজনীতিকে একসারিতে না আনার অনুরোধ জানালেও বেশ কয়েকজন BJP নেতা একে নরেন্দ্র মোদীর সাফল্য বলে তুলে ধরতে চেষ্টার কসুর করছেন না। এবার শুভেন্দু অধিকারীকেও সেই পথে হাঁটতে দেখা গেল।

Share it