ইস্তেহার প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

অবশেষে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কালীঘাটে তাঁর বাড়িতে বুধবার বিকেলে ইস্তেহার প্রকাশ স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ মার্চ ইস্তেহার প্রকাশের কথা থাকলেও নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় পিছিয়ে যায় এই কর্মসূচি।


নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ চমক রাখল তৃণমূল কংগ্রেস। একনজরে দেখে নেওয়া যাক কী কী ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


১) ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে মাসিক ৫০০ টাকা অর্থাৎ বছরে ৬ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তফশিলি পরিবারের ক্ষেত্রে এই অর্থ মাসে ১ হাজার টাকা।


২) মেয়েদের জন্য আরও স্কুল তৈরি করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৩) আরও বেশ কয়েকটি জনগোষ্ঠীকে OBC তালিকায় নিয়ে আসা হবে।

৪) বছরে দুবার করে ৪ মাস দুয়ারে সরকার শিবির হবে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারের সরকার সহ সমস্ত প্রকল্প চালু থাকবে।

৫) শিক্ষার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার। ৪ শতাংশ হারে এই ঋণ নিতে পারবে পড়ুয়ারা। এ জন্য কোনও জামিন লাগবে না।

৬) দুয়ারে সরকারের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন।

৭) বছরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ইস্তেহারে।


৮) কৃষকবন্ধুদের ১০ হাজার করে টাকা দেওয়া হবে।

৯) বাংলা আবাস যোজনায় আরও ২৫ লাখ বাড়ি তৈরি করা হবে।

১০) মে মাস থেকে বিধবাদের জন্য ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।


যদিও তৃণমূলের এই ইস্তেহারের সমালোচনা করেছে রাজ্য BJP। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এই ইস্তেহার দিশাহীন। এর কোনও বাস্তবতা নেই।

Share it