অবশেষে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কালীঘাটে তাঁর বাড়িতে বুধবার বিকেলে ইস্তেহার প্রকাশ স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ মার্চ ইস্তেহার প্রকাশের কথা থাকলেও নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় পিছিয়ে যায় এই কর্মসূচি।
This is not a political manifesto, it is a development-oriented manifesto. This a manifesto of the people, for the people, and by the people: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/OKtR8k92vZ
— ANI (@ANI) March 17, 2021
নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ চমক রাখল তৃণমূল কংগ্রেস। একনজরে দেখে নেওয়া যাক কী কী ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
When TMC came to power our revenue was about Rs 25,000 crores, it is now over Rs 75,000 crores: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/XP0B6UFcG5
— ANI (@ANI) March 17, 2021
১) ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে মাসিক ৫০০ টাকা অর্থাৎ বছরে ৬ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তফশিলি পরিবারের ক্ষেত্রে এই অর্থ মাসে ১ হাজার টাকা।
Kolkata: Mamata Banerjee releases Trinamool Congress' election manifesto for the upcoming West Bengal Assembly polls pic.twitter.com/zfFRs1iSiH
— ANI (@ANI) March 17, 2021
২) মেয়েদের জন্য আরও স্কুল তৈরি করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৩) আরও বেশ কয়েকটি জনগোষ্ঠীকে OBC তালিকায় নিয়ে আসা হবে।
৪) বছরে দুবার করে ৪ মাস দুয়ারে সরকার শিবির হবে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারের সরকার সহ সমস্ত প্রকল্প চালু থাকবে।
৫) শিক্ষার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার। ৪ শতাংশ হারে এই ঋণ নিতে পারবে পড়ুয়ারা। এ জন্য কোনও জামিন লাগবে না।
৬) দুয়ারে সরকারের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন।
৭) বছরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ইস্তেহারে।
We will decrease unemployment. 5 lakh job opportunities will be generated in a year: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/usO7CHc6sL
— ANI (@ANI) March 17, 2021
৮) কৃষকবন্ধুদের ১০ হাজার করে টাকা দেওয়া হবে।
৯) বাংলা আবাস যোজনায় আরও ২৫ লাখ বাড়ি তৈরি করা হবে।
১০) মে মাস থেকে বিধবাদের জন্য ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
#WATCH | Why are they not asking PM Modi to not go for publicity regarding vaccine?… : West Bengal CM Mamata Banerjee on being asked about Election Commission seeking report from Purulia DM over Govt's announcement of providing ration at doorstep. pic.twitter.com/nhHUY0Ent6
— ANI (@ANI) March 17, 2021
যদিও তৃণমূলের এই ইস্তেহারের সমালোচনা করেছে রাজ্য BJP। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এই ইস্তেহার দিশাহীন। এর কোনও বাস্তবতা নেই।