নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রত্যাশামতোই ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় দলের তরফে সরকারিভাবে দলনেত্রীর নাম ঘোষণা করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন ছাড়াও জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় দলের তরফে। জঙ্গিপুর থেকে লড়বেন জাকির হোসেন। আমিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে।
এদিকে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরকারিভাবে ঘোষণা করার আগেই তাঁর হয়ে দেওয়াল লিখলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তুলিতে রং লাগিয়ে তিনি দেওয়ালে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ভবানীপুর দিয়ে যাওয়ার পথে আবার এই দৃশ্য দেখে গাড়ি থামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী, সমর্থকদের উৎসাহ দিলেন। সবাই যাতে কোভিডবিধি মেনে কাজ করেন, সেই সতর্কবার্তাও দেন তিনি। সেখান থেকে দলনেত্রী ডুরান্ড কাপের উদ্বোধনে যুবভারতীয় ক্রীড়াঙ্গনে চলে যান।
মদন মিত্রর প্রচার মানেই বর্ণময় জমজমাট ব্যাপার। এদিনও তার ব্যতিক্রম দেখা যায়নি। সাদা-নীল পাঞ্জাবি পরা মদন মিত্র একতারা বাজিয়ে নিজেই গান ধরলেন – “তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।” সঙ্গে গলা মেলালেন তাঁর অনুগামীরাও।