Ravi Shastri
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর সঙ্গে কোভিড পজিটিভ বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও থেরাপিস্ট নীতিন প্যাটেল। নিভৃতবাসে পাঠানো হয়েছে তাঁদের। ভারতীয় দলের সঙ্গে টিম বাসে মাঠেও আসতে পারেননি তাঁরা।

শনিবার ফ্লো টেস্টে রবি শাস্ত্রী ও আরও তিনজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। RT-PCR পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। এরপর যদি RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই সিদ্ধান্ত নেবে BCCI। তবে ভারতীয় দলের বাকিদের দুদফায় ফ্লো টেস্টে রিপোর্ট নেগেটিভই এসেছে।

ওভাল টেস্টের তৃতীয় দিন পর্যন্ত বাকি টিমের সঙ্গে ড্রেসিংরুমেই ছিলেন শাস্ত্রী। তাই তিনি সহ চার সার্পোট স্টাফের রিপোর্ট পজিটিভ আসতেই সমস্ত ক্রিকেটারদেরও RT-PCR টেস্ট করা হয়েছে। সেই টেস্টের ফল এলেই বোঝা যাবে ভারতীয় টিমের আরও কেউ সংক্রমিত কিনা। তবে আপাতত ল্যাটারাল ফ্লো টেস্টে যাদের রিপোর্ট নেগেটিভ, তাদেরই মাঠে নামায় সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই মুহূর্তে বায়ো বাবল ব্যবহার করছে না ভারতীয় টিম, ফলে সংক্রমণের সম্ভাবনা রয়েই যাচ্ছে।

Share it