নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেরি হয়ে গেছে। বড্ড দেরি। আর সেই কারণেই বোধ হয় সব ভুলে গেছেন। মানে এতটাই তাড়া যে জামা কাপড় পরতেও ভুলে গেছেন। দিবালোকে ব্যস্ততা ভরা বিমানবন্দরে বিকিনি পরেই ফ্লাইট ধরতে চলে এলেন এক জনৈক বিমানযাত্রী।
ভরদুপুরে মিয়ামি বিমান বন্দরে বিকিনি পরেই আবির্ভূত হয়েছিলেন তিনি। তাঁকে এই অবস্থায় দেখে অনেকেই অবাক। আশপাশের মানুষজন ফিসফিসানি শুরু করে দিয়েছেন। কিন্তু, তাতে মোটেও ভ্রক্ষেপ নেই ওই মহিলার। জলপাই রঙের বিকিনি পরে দিব্যি নিজের মোবাইলে চোখ রেখে ব্যস্তসমস্ত পায়ে ফ্লাইট ধরতে এগিয়ে চলেছেন তিনি।
তবে ফ্লাইট আদৌ ধরতে পেরেছেন কিনা সেটা জানা যায়নি। কেননা এই পরিধানে তাঁকে ফ্লাইটের বিতরে আদৌ ঢুকতে সম্মতি দেওয়া হবে কিনা, তা নিশ্চিত নয়। যদিও মুখে মাস্ক ছিল তাঁর। আর এই নিয়েই রসিকতায় মজেছে নেটিজেনরা। কেউ ব্যঙ্গ করেছেন তো কেউ মাস্ক পরার জন্য সাপোর্ট করেছেন। সবমিলিয়ে নেটিজেনরা কিন্তু দিব্যি উপভোগ করছেন এই ভিডিওটি।