নিউজ ওয়েভ ইন্ডিয়া: পঞ্জশির তাদের দখলে এসেছে বলে সোমবার সকালেই দাবি করেছে তালিবান। কিন্তু, মাত্র ২৪ ঘণ্টা আগেও পরিস্থিতি ছিল অন্যরকম। একরাতেই খতম হয়েছিল অন্তত ৬০০ তালিবান জঙ্গি। এমনটাই দাবি ছিল নর্দার্ন অ্যালায়েন্সের। সেখানে সোমবার সকালেই পাল্টে গেছে ছবিটা। এরইমধ্যে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে পাকিস্তান বায়ুসেনার তরফে পঞ্জশির দখলে সাহায্য করা হচ্ছে তালিবানকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিমান থেকে মুহুর্মুহু ছুটে আসছে গুলি। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ওয়েভ ইন্ডিয়া।
Prove Pakistani Air force ! Now people will say it is fake we need to see the pilot too. Stand with #Panjshir pic.twitter.com/yT31G6vzZz
— Aj (@ajmalsamadhi1) September 6, 2021
এদিকে তালিবদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন নর্দার্ন অ্যালায়েন্সের মুখপাত্র ফাহিম দাশতি। উত্তরের জোটের তরফে বিবৃতি পেশ করে বলা হয়েছে, ‘আজ আমরা দুই ভাইকে হারিয়েছি। তাঁরা আমাদের ভাই, সহকর্মী এবং সুযোগ্য যোদ্ধা ছিলেন। আমির সাহেব আহমদ মাসুদের কার্যালয়ের প্রধান ফাহিম দাশতি এবং জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ ঝোর প্রয়াত।’ প্রতিরোধ বাহিনীর চিফ কমান্ডার সালেহ মহম্মদও তালিবানি হামলায় মারা গিয়েছেন বলে সূত্রের খবর। NRF-এ ফাহিমের পরেই ছিল সালেহর নাম।
এদিকে পঞ্জশির এখন তাদের দখলে বলে দাবি করেছেন তালিবান মুখপাত্র জাবিরুল্লা মুজাহিদ। তালিবানের প্রধান মুখপাত্র সোমবার সকালে দাবি করেছেন, ‘আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান।’ যদিও এই বিষয়ে এখনও আমরুলা সালেহ্ বা আহমদ মাসুদের তরফে কোনও মন্তব্য করা হয়নি।