Panjshir flag
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পঞ্জশির এখন তাদের দখলে। ইতিমধ্যেই এই দাবি করেছে তালিবান। এই বিবৃতির পরেই সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভাইরাল ভিডিও। সেটিতে দেখা যাচ্ছে, কয়েকজন জেহাদি সরকারি ভবনে তালিবান পতাকা তুলছে।


এর আগে সোমবার সকালে তালিবানের প্রধান মুখপাত্র জাবিরুল্লা মুজাহিদ দাবি করে, ‘আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান।’ যদিও এই দাবির পাল্টা উত্তরের জোট জানিয়েছে, মিথ্যা দাবি করছে তালিবান।

এর পরেই ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’ টুইট করে জানায়, ‘তালিবানের পঞ্জশির দখলের দাবি মিথ্যা। এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব তত দিন লড়াই চলবে।’

Share it