নিউজ ওয়েভ ইন্ডিয়া: ওভাল টেস্টে বিরাট জয় ভারতের। উমেশ, বুমরাহ, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজার আগুনে বোলিংয়ে চতুর্থ ইনিংসে দাঁড়াতেই পারল না ইংরেজরা। ওভালে জয়ের ফলে সিরিজে ২-১ এ এগিয়ে গেল বিরাট বাহিনী। শিবিরে করোনার থাবা সামলেও এভাবে মানসিক দৃঢ়তা রেখে সিরিজে এগিয়ে যাওয়া সত্যিই অভাবনীয় ঘটনা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
THIS. IS. IT! 👏 👏
Take a bow, #TeamIndia! 🙌 🙌
What a fantastic come-from-behind victory this is at The Oval! 👌 👌
We head to Manchester with a 2-1 lead! 👍 👍 #ENGvIND
Scorecard 👉 https://t.co/OOZebP60Bk pic.twitter.com/zhGtErWhbs
— BCCI (@BCCI) September 6, 2021
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারাল বিরাট কোহলীর ভারত। বোলারদের দাপটেই ইংল্যান্ডকে ২১০ রানে অলআউট করে দেয় ভারত। সোমবার রীতিমতো বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় বোলাররা। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ একটাও উইকেট পাননি। তবে দলের বাকি বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব নেন তিনটে উইকেট। দুটো করে উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর।
একইসঙ্গে এদিন ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে দ্রুত শততম উইকেট শিকারের রেকর্ড করলেন জসপ্রীত বুমরাহ। মাত্র ২৪ টেস্ট ম্য়াচেই তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। কপিল দেবকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। ২৫ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন হরিয়ানা হারিকেন।