সোমবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিনই আগরতলায় সাংবাদিক বৈঠকও করবেন তিনি। দলের তরফে রবিবার একথা জানানো হয়েছে।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। পরে আগরতলায় রয়েছে সাংবাদিক বৈঠক।
শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ত্রিপুরা সফরের কথা থাকলেও তা কোভিডের কারণে স্থগিত রাখা হয়। বলা হয়, করোনার জন্য প্রকাশ্যে জনসভা করবেন না অভিষেক। এরপর দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে শুক্রবার কলকাতা ফিরে আসেন অভিষেক। তারপরই কর্মসূচিতে পরিবর্তন করা হয়। ত্রিপুরায় রাজনৈতিক জনসভা করার পরিবর্তে সাংবাদিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফে।
গত কয়েকদিন ধরে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। IPAC-এর ২৩ জন সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চায় হয় তৃণমূল কংগ্রেস। তীব্র সমালোচনা করা হয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পুলিশ প্রশাসনের। IPAC-এর সদস্যদের মুক্তির জন্য তড়িঘড়ি আগরতলা যান ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও বলতে বাধ্য হন ‘অতিথি দেব ভবঃ’।