বুধবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPIM-এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে দুর্নীতি-দুষ্কৃতী যোগ ভাঙতে হবে। আর এটা করতে পারেন একমাত্র রাজ্যবাসী তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাম ও সহযোগী দলগুলিকে জয়ী করে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই বার্তা দিলেন CPIM-এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেন, এরাজ্যে আগে দুর্নীতি-দুষ্কৃতী যোগ না ভাঙলে গোটা দেশে তা করা যাবে না। বাংলাই সবসময় দেশকে পথ দেখিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্ঘটনাকেও কটাক্ষ করতে ছাড়েননি CPIM-এর রাজ্য সম্পাদক। তিনি বলেন, ছোটখাট চোটের জন্য়ও মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এ আসতে হল উত্তরবঙ্গ থেকে। এর থেকে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার হাল স্পষ্ট বোঝা যায়।

মহঃ সেলিম আরও বলেন, বিরোধী দলগুলির মনোনয়ন জমা দেওয়ার পরিসংখ্যান থেকেই বোঝা যায়, রাজ্যে শাসকদল কী পরিমাণ সন্ত্রাস করেছে।

যদিও তাঁর দাবি, বন্দুকের নল শেষ কথা কখনই বলে না। গণতান্ত্রিক দেশে মানুষই শেষ কথা বলবে।

Share it