নিউজ ওয়েভ ইন্ডিয়া: বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের কয়থা এক নম্বর পঞ্চায়েতের দেবগ্রাম থেকে নলহাটি ২ নম্বর ব্লক অফিস পর্যন্ত গেছে এই রাস্তাটি। প্রায় ছয় কিলোমিটার এই রাস্তা দিন সাতেক আগেই সংস্কার করা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন রাস্তাটি নতুন করে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তা তৈরি হওয়ার কয়েক দিনের মধ্যেই পিচ ও পাথর উঠতে শুরু করে দিয়েছে।
দেখুন কেমন করে অনায়াসেই উঠে আসছে রাস্তার পিচ ও স্টোন চিপস। দেখুন হাত দিয়ে ঘষলেই উঠে আসছে পিচ ও স্টোনস। বেরিয়ে পড়ছে নিচের কাদা মাটি। পা দিয়ে সামান্য ঘষা দিলেও উঠে আসছে পিচ ও চিপস। এই নিয়ে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষজন। তাদের অভিযোগ নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। যার ফলে অল্প ঘষাতেই উঠে আসছে রাস্তার পিচ ও স্টোন চিপস। গ্রামবাসীদের অভিযোগ, মাটির রাস্তার উপরেই কোনও রকম খোয়ার প্রলেপ না দিয়েই ঢেলে দেওয়া হয়েছে পিচ। যার ফলে হালকা ঘষাতেই পিচ ও পাথর উঠে আসছে। এই নিয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে বলা হলেও সেই অভিযোগে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ গ্রামবাসীদের।
গ্রামের বাসিন্দা সিপিএম প্রার্থী বনমালী সাহা বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাস্তা সংস্কার করা হয়েছে। প্রথম থেকেই নিম্নমানের কাজের অভিযোগ করে এসেছিলাম। কিন্তু ঠিকাদার গুরুত্ব না দিয়ে গায়ের জোরে কাজ শেষ করে চলে যান। এমনকি ঠিকাদার গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।”
নিম্নমানের রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন, পঞ্চায়েতের বিদায়ী সদস্য সমর কুমার মাল। তিনি বলেন, “আমরা বিষয়টি বিধায়কের নজরে আনব। অন্যায়কে সমর্থন করব না। পুনরায় রাস্তা সংস্কার করার দাবি জানাব।”
নলহাটি ১ নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ বিষয়টি তাঁর জানা নেই জানিয়ে বলেন, “এনিয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। তবে গ্রামবাসীরা অভিযোগ জানালে খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”