Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া : চারদিনেরও বেশি সময় ধরে জ্বলছে উত্তরাখণ্ডের নৈনিতালের জঙ্গল এলাকা। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও। শুক্রবার উত্তরাখণ্ড হাইকোর্ট সংলগ্ন এলাকা পর্যন্ত জঙ্গলের আগুন পৌঁছে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। হেলিকপ্টারের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। শনিবার আকাশপথে এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী।

নৈনিতালের জঙ্গলে আগুন লাগার খবর আগেই মিলেছিল। শুক্রবার নতুন করে জঙ্গলের ৩১টি জায়গায় আগুন লাগানোর খবর পায় পুলিশ। গ্রামবাসীরাই জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। এর ফলে গত ২৪ ঘণ্টায় নৈনিতালে ৩৩.৩৪ একর জঙ্গল এলাকা ধ্বংস হয়েছে। রুদ্রপ্রয়াগ থেকে জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে তিন জনকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

নৈনিতালে দাবানল পরিস্থিতির দিকে নজর রাখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। তিনি এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার অনুরোধ করেছেন। সেইসঙ্গে রাজ্যের সব দফতরকে একত্রিত হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি।

Share it