নিউজ ওয়েভ ইন্ডিয়া : সিঙ্গুরের একাধিক জায়গায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী ফ্লেক্স, দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি-র পক্ষ থেকে। বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।
যদিও শাসক দলের পাল্টা দাবি, বিজেপি এই সমস্ত কাজ করে তৃণমূলের উপর দায় চাপাচ্ছে, তৃণমূলের এসব করার প্রয়োজন নেই।
সিঙ্গুর দুই নম্বর পঞ্চায়েতের কালুরায়তলা এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক নির্বাচনী ফ্লেক্স আজ সকালে স্থানীয় একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি দলীয় পতাকাও পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে সিঙ্গুরের আনন্দনগর পঞ্চায়েতের ছয়ানী মন্দিরতলা এলাকায় বিজেপি-র একাধিক ফ্লেক্স, পতাকা ছিঁড়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রেক্ষিতে রবিবার সিঙ্গুর থানায় লিখিত অভিযোগে দায়ের করেন বিজেপি-র মণ্ডল সভাপতি তারাপদ ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
রচনা ব্যানার্জী বলেন, “নিজেরাই নিজেদের ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে। আমাদের দলের এটা কালচার নয়।”