আলিপুর চিড়িয়াখানার নয়া সংযোজন কিং কোবরা
Share it


রুনা খামারু : এবার আলিপুর চিড়িয়াখানার নয়া সংযোজন একটি বড় মাপের কিং কোবরা। মঙ্গলবার এই কিং কোবরাটি (শঙ্খচূড়) নিয়ে আসা হয় এখানে এবং ইতিমধ্যেই দর্শনের জন্য নির্দিষ্ট এনক্লোজ়ারে রাখা হয়েছে সাপটি। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “উদ্ধারের পর নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা সাপটি। এনক্লোজ়ারে ছেড়েও দেওয়া হয়েছে। বহু বছর পর দর্শনার্থীরা আলিপুর চিড়িয়াখানায় আবার কিং কোবরার দেখা পাবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাসে ধাপে ধাপে আলিপুর চিড়িয়াখানায় বেশ কয়েকটি বন্যপ্রাণীর আমদানি হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট বেঙ্গল টাইগার, টাপির, রিং টেইলড লেমুর, গ্রে উলভস, স্ট্রাইপড হায়েনা, ব্ল্যাক সোয়ান, বন্য কুকুর ও হগ ডিয়ার।

মঙ্গলবার কিং কোবরার সংযোজন চিড়িয়াখানায় উপস্থিত পশুপাখি ও বন্যপ্রাণীদের তালিকাকে আরও দীর্ঘ করল। যা দর্শকদের জন্য বেশ আকর্ষণীয়। এবং গরম কমলেই এইসব প্রাণীদের দেখার জন্য ফের চিড়িয়াখানায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে বলে আশা করা যায়।

Share it