রুনা খামারু, কলকাতা: এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হচ্ছে ৫ ডিসেম্বর, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। তার আগে ২৯ নভেম্বর রবীন্দ্র সদনে রাজ্য সরকারের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় এই চলচ্চিত্র উৎসবের খুঁটিনাটি। ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘থিম সং’ গেয়েছেন অরিজিৎ সিং। এটাই এবারের এই উৎসবের নতুনত্ব। বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা এই ইভেন্টের কো-চিপ অ্যাডভাইজার ইন্দ্রনীল সেন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও পরিকল্পনায় এই থিম সং গেয়েছেন বাংলার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এই প্রথম কোনও উৎসবের জন্য গান গাইলেন তিনি। গান রচনা করেছেন সৃজাত, সুর দিয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।“
এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বীরবাহা হাঁসদা, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, গৌতম ঘোষ, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী ও সুদেষ্ণা রায় সহ আরও অনেকে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সলমান খান-কে। সঙ্গে থাকবেন অনিল কাপুর, কমল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষি সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেশ ভাট-এর। এবারের উৎসবের ট্যাগ লাইন হল ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’। রাজ্যের ২৩টি জায়গায় ২১৯টি ছবি দেখানো হবে বলেও সাংবাদিক বৈঠকে জানানো হয়।
এবারের চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। দেখানো হবে স্প্যানিশ ভাষার ছয়টি ছবি। ‘স্পেশাল ফোকাস’ অস্ট্রেলিয়া। তিনটি ক্যাটিগরিতে দেখানো হবে সেদেশের ১৫টি ছবি। এছাড়া ভারতের ছয়টি বিরল ভাষার ছবি দেখারও সুযোগ থাকছে। মোট ১৫৯০টি ছবি নির্বাচিত হয়েছে প্রদর্শনের জন্য। প্রতিবারের মতো এবারেও থাকছে বিভিন্ন বিভাগে পুরস্কার। বাংলা ছবির জন্য রাখা হয়েছে ‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগ। থাকছে সাড়ে সাত লাখ টাকা পুরস্কার মূল্যের গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি।
রাজ্যে মন্ত্রী অরূপ বিশ্বাষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কোনও একটা ফেস্টিভ্যাল ১৫ হাজার মানুষ একসঙ্গে দেখে না। এই ফেস্টিভ্যালের উদ্বোধন করে ১৫ হাজার মানুষ, এরকম সারা পৃথিবীতে কোথাও হয় না। এটাও গিনেস বুকে যাওয়া উচিত। যে পরিমাণে আমাদের বাংলার মানুষ সিনেমা দেখেন সারা ভারতে কোথাও মানুষ এত সিনেমা দেখে না।“
উৎসবে শুধু বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের ছবি দেখাই নয়, থাকছে মাস্টার ক্লাস-ও। শিশির মঞ্চে তিন দিন ধরে চলবে ক্লাস। অ্যাক্টিংয়ের উপর ক্লাস থাকছে ৮ ডিসেম্বর। উপস্থিত থাকবেন সৌরভ শুক্লা। ফিল্ম প্রোডাকশনের উপর ক্লাস থাকছে ১০ ডিসেম্বর। ক্লাস নেবেন সোনি লাইভ ইন্ডিয়ার কনটেন্ট হেড সৌগত মুখার্জি। অ্যাক্টিং ও ডিরেকশনের উপর ১১ ডিসেম্বর ক্লাস নেবেন মনোজ বাজপেয়ি ও সুধীর মিশ্র।
এছাড়া ৭ ডিসেম্বর কার্লোস সরার উপর থাকছে প্যানেল ডিসকাশন। গগনেন্দ্র প্রদর্শন শালায় দেব আনন্দকে নিয়ে ‘এভারগ্রিন দেব আনন্দ’ এবং নন্দন ফয়ারে মৃণাল সেনের উপর ‘দ্য ম্যাভেরিক’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসবে ৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। ‘কেনেডি’ ছবির প্রদর্শন উপলক্ষে উৎসবে উপস্থিত থাকার কথা পরিচালক অনুরাগ কাশ্যপের।