Taxi Strike
Share it

জ্বালানির দাম লাগামছাড়া বৃদ্ধি পাওয়ায় এবার প্রতীকী ধর্মঘটের পথে যেতে চলেছে ট্যাক্সি সংগঠন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। আগামী 12 এবং 13 অগাস্ট 48 ঘন্টা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে এই ট্যাক্সি ইউনিয়ন।

রাজ্য সরকার ট্যাক্সির ন্যূনতম ভাড়া না বাড়ালে আগামী দিনে 72 ঘন্টা ধর্মঘট ডাকারও হুঁশিয়ারি দিয়েছেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল গুহ। তাঁর অভিযোগ, এবিষয়ে পরিবহনমন্ত্রীকে লিখিতভাবে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়েছে ট্যাক্সি সংগঠনগুলি। অভিযোগ, রাজ্য সরকারকে বারবার বলা সত্ত্বেও ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করা হয়নি। বিমল গুহ জানিয়েছেন, “সরকারের কাছে প্রথম দুই কিলোমিটারের জন্য 30 টাকা। তারপর 50 টাকা দাবি করেছি। সেই সঙ্গে প্রতি কিলোমিটার 25 টাকা বাড়ানোর দাবি জানিয়েছি।”

Share it