Mamata-modi meet
Share it

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধঘণ্টারও বেশি সময় তাঁদের মধ্যে কথা হয়। এর আগে কলাইকুণ্ডায় মোদীর সঙ্গে দেখা হয়েছিল মমতার। তবে সেটা ছিল প্রশাসনিক সাক্ষাৎ। ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হিসেব পেশ করে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। এরপর তুমুল বিতর্ক সৃষ্টি হয় সেই ঘটনাকে কেন্দ্র করে।


বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। জয়ের পর প্রোটোকল মেনেই এই সাক্ষাৎ। করোনা পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে মমতা জানিয়েছেন। সেখানে ভ্যাকসিনের অপ্রতুলতার কথাও তুলে ধরেছেন তিনি প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যে টিকা সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।


প্রধানমন্ত্রীর সঙ্গে কথা তাঁর রাজ্যের নাম বদল নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, “অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টি ঝুলে রয়েছে। আমি বলেছি, এবার দয়া করে বিষয়টি দেখুন।” তবে রাজ্যে উপ নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও কথা হয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক ভাল হয়েছে। মোদিজি তাঁর দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Share it