J-K cloudburst: Indian Army launches rescue operation in Kishtwar
Share it

মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল জম্মু ও কাশ্মীরের গ্রাম। মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। ওই এলাকার ৩০ জনের বেশি বাসিন্দা এখনও নিখোঁজ ওই প্রাকৃতিক দুর্যোগে। তাঁদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনীর জওয়ান এবং পুলিশ।


জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ জায়গাতে গত কয়েকদিন ধরেই চলছে অবিরাম বৃষ্টিপাত। কাশ্মীরের কিস্তয়ার জেলার গুলাবগড় গ্রামে বুধবার মেঘভাঙা বৃষ্টি নামে। প্রবল বৃষ্টিপাতের জেরে ভেসে যায় গোটা গ্রাম। প্রাণহানির ঘটনাও এই দুর্যোগের জেরেই। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই গ্রামের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামে ঢোকার কোনও রাস্তা নেই। সবই ভেসে গেছে।

প্রতিকূলতার মধ্যেও ওই এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে কিস্তয়ারের জেলা শাসক অশোক কুমার শর্মা বলেছেন, “সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ ওই এলাকায় পৌঁছেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।”

কাশ্মীরে আরও বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে সেখানকার নদী-নালা এবং জলাশয়ের জলস্তর বাড়তে পারে। সে জন্য স্থানীয় প্রশাসনের তরফে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট বার্তায় তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার কিস্তদ্বার ও কারগিলে মেঘভাঙা বৃষ্টির জেরে উদ্ভুত পরিস্থিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হচ্ছে। আমি প্রত্যেকের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করি।”

Share it