Mamata_Sonia
Share it

লক্ষ্য ২০২৪। আর সেই লক্ষ্যেই জোট গড়তে আরও এক ধাপ এগোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ‘চায়ে পে চর্চা’-এ মুখোমুখি হন সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাহুল গান্ধীও। বেঠক শেষে মমতা সাংবাদিকদের জানান, ইতিবাচক আলোচনাই হয়েছে।


মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “বিরোধী ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। BJPকে হারাতে একজোট হতেই হবে। সব বিরোধী শক্তিকে একত্রিত হওয়া দরকার। আমি একা কিছু নই। আমি রাস্তায় নেমে লড়াই করতে পছন্দ করি।” নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বলেন, “গোটা দেশে খেলা হবে। যখন লোকসভা নির্বাচন হবে, তখন মোদী বনাম দেশের লড়াই হবে। আচ্ছে দিন নয়, আমরা সচ্চে দিন চাই।”


তৃণমূল সুপ্রিমো জানান, “সোনিয়াজির সঙ্গে বৈঠকে করোনা এবং গেগাসাস ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। পেগাসাস নিয়ে সংসদে কেন প্রতিক্রিয়া দিচ্ছে না সরকার? দেশবাসী সত্যি জানতে চায়। পেগাসাস নিয়ে সংসদেই আলোচনা করতে হবে।”

Share it