রাজ্যে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল লকডাউনের বিধিনিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফিউ জারি থাকছে। তবে ৫০ শতাংশ দর্শক নিয়ে সরকারি রূদ্ধদ্বার অনুষ্ঠান করার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব একটি নির্দেশিকা জারি করেন।
শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে লোকাল ট্রেন চালু করার বিষয়ে ওই নির্দেশিকায় আলাদা করে কোনও উল্লেখ নেই। সুতরাং ১৫ অগাস্ট পর্যন্ত লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে না। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাতে করোনা সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সার্বিক ভাবে সমস্ত জেলাগুলিতে করোনা বিধি যাতে যথাযথ ভাবে পালন করা হয়, তাতেও কড়া নজর রাখতে বলা হয়েছে নতুন নির্দেশিকায়। এ ব্যাপারে জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারেটগুলিকে সচেতন থাকতে বলা হয়েছে।