করোনা বিধি মেনেই ২ অগাস্ট থেকে পঞ্জাবে খুলে যাচ্ছে সমস্ত স্কুল। সব ক্লাসই শুরু করার নির্দেশ জারি করেছেন সেরাজ্যের সরকার।
Punjab government allows reopening of schools for all classes from August 2, with proper protocols to ensure COVID appropriate behaviour. pic.twitter.com/UR1yv3YVbV
— ANI (@ANI) July 31, 2021
১০ অগাস্ট পর্যন্ত কোভিড বিধি চালু রাখার কথা আগেই ঘোষণা করেছিল পঞ্জাব সরকার। এরইমধ্য়ে নতুন করে স্কুল খোলার কথা ঘোষণা করা হয়েছে ওই রাজ্যে। তবে পড়াশুনো চালু হলেও পড়ুয়াদের বিশেষ কোভিড বিধি মেনে চলতে হবে। স্কুল কর্তৃপক্ষকেও কোভিড বিধি মানার নির্দেশ জারি করেছে পঞ্জাব সরকারের স্কুল শিক্ষা দফতর।
শিশুদের কোভিড প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সতর্কতা মেনে চললেই শিশুদের পঠনপাঠনে কোনও সমস্যা নেই।