Taslima on Tamal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সদ্য আফগানিস্তান ফেরত নিমতার বাসিন্দা শিক্ষক তমাল ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন লেখিকা তসলিমা নাসরিন। তালিবানের শাসনে যখন সারা বিশ্ব উথালপাথাল, আতঙ্কে কাঁপছে সে দেশের নাগরিক, তখন তাদের প্রশংসা করেছেন তমাল। সেই প্রসঙ্গে ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন লেখিকা তসলিমা নাসরিন।

আফগানিস্তানের স্কুলের শিক্ষক তমাল ভট্টাচার্যকে ‘বাঙালি বাবু’ সম্বোধন করে লেখিকা বলেন, “তালিবান জঙ্গিরা ভোটে জিতে নয়, বন্দুকের নল ঠেকিয়ে আফগানিস্তানের ক্ষমতায় বসেছে। জঙ্গিরা ১৪০০ বছরের পুরনো শরিয়া আইন জারি করবে, শরিয়া আইনে কীভাবে মেয়েদের পাথর ছুঁড়ে হত্যা করে, মেয়েদের বোরখার অন্ধকারে বন্দি করে, মেয়েদের ইস্কুল-কলেজে যাওয়ার, উপার্জন করার, স্বনির্ভর হওয়ার অধিকার ছিনিয়ে নেয়, বাঙালি বাবুটি নিশ্চয়ই জানেন, তারপরও কী করে তিনি বলেন নব্বই দশকের তালিবান আর এখনকার তালিবানে বিস্তর তফাৎ!” তসলিমা লেখেন, “তালিবানদের ব্যবহারে তিনি তফাৎ দেখেছেন, কিন্তু যে শরিয়া আইনের অধীনে দেশ শাসন করতে তারা বদ্ধপরিকর, সেই শরিয়া আইন তো একই আছে, নব্বই দশকে যা ছিল, এখনও তো তাই। তালিবান যদি আগের চেয়ে ভাল হত এখন, যদি সত্যিই তাদের পরিবর্তন হত, তাহলে শরিয়া আইনের নাম তারা মুখে আনতো না।”

এখানেই থামেননি তসলিমা। তিনি আরও লেখেন, “তোমার সঙ্গে ভাল ব্যবহার করেছে বলে তালিবান ভাল? তারা অন্যের সঙ্গে কী ব্যবহার করছে, তা দেখে তো তাদের সম্পর্কে রায় দিতে হবে! আফগান মেয়েরা যদি বলে আমার জায়গায় দাঁড়িয়ে তালিবানদের সম্পর্কে মন্তব্য কর, তাহলে?” তমাল ভট্টাচার্য স্বাধীনচেতা আফগান মহিলা হলেও কী তালিবানদের প্রশংসা করতেন, সে প্রশ্নও করেছেন লেখিকা।

এদিকে আফগানিস্তান ফেরত এই তরুণ শিক্ষকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকের গ্রিভ্যান্স সেলে অভিযোগ জানানো হয়েছে। তালিবান সম্পর্কে মন্তব্যের জেরেই এই অভিযোগ। সূত্রের খবর, তমাল ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার।

Share it