নিউজ ওয়েভ ইন্ডিয়া: নর্দমার নোংরা জলের মধ্যে থেকে উদ্ধার হয়েছে শতাধিক আধার কার্ড। বীরভূমের সদর শহর সিউড়ি শহরের বাজারপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালের দিকে সিউড়ির টিনবাজার এলাকায় বাজারে আসতে শুরু করেন সবজি ও মাছ ব্যবসায়ীরা। তারাই প্রথম ড্রেনের নোংরা জলে ভাসতে দেখেন শতাধিক আধার কার্ড। স্থানীয় মাছ ব্যবসায়ী সমীর ধীবরের কথায়, “ভয়ে আমরা কেউ হাত দিইনি। তবে এতো এতো আধার কার্ড ড্রেনে কি করে এলো সে নিয়ে প্রশ্ন ছিলই।”
“সকাল থেকে আধার কার্ড গুলো দেখা গেছে। শতাধিক আধার কার্ড। বেশীর ভাগই সিউড়ির ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। এতো লোকের আধার কার্ড নোংরা ড্রেনে কি করে এলো আমরা কেউ বুঝতে পারছি না,” বলেই জানালেন অপর এক ব্যবসায়ী অনিমেষ দাস। এলাকাবাসীরা জানান অল্পকিছু কার্ডই উদ্ধার করা গেছে। বেশীর ভাগ কার্ড ড্রেনের নোংরায় মিশে থাকায় এলাকাবাসীরা তোলেননি। বহু কার্ড জলে ভেসে গেছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।
খবর পেয়েই ছুটে আসেন সিউড়ি থানার পুলিশ। মানুষ দিনের পর দিন লাইন দিয়েও আধার কার্ড করাতে নাজেহাল হচ্ছেন। রাত থেকে লাইন দিয়েও ব্যাঙ্ক, পোস্ট অফিসে আধার কার্ড করানোর টোকেন পেতে ঘাম ছূটছে মানুষের। এই পরিস্থিতিতে এমন ঘটনায় ক্ষোভ চরমে পৌছেছে সাধারনের। পুলিসের প্রাথমিক অনুমান, পোস্ট অফিসে আসা কার্ডগুলি বন্টন না হয়ে এইভাবে নর্দমার জলে মিশেছে।