Nusrat Hospitalized
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান! এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টলিউডের আনাচেকানাচে। খবর ছিল, অগাস্টের শেষের দিকেই নাকি সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী-সাংসদ। সেই মতোই বুধবার সকালে হাসপাতালে ভরতি হয়ে গিয়েছেন নুসরত। সূত্রের দাবি, যশই নাকি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করিয়েছেন। বৃহস্পতিবারই সন্তানের জন্ম দিতে পারেন নুসরত।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কতে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত জাহান। এরপর সুখে সংসার চললেও, ২০২০ সালের শেষের দিকে সম্পর্কের অবনতি হতে থাকে। খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই নতুন গুঞ্জন শুরু হয় টলিউডে।

নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়ে পড়ে নুসরতের। শোনা যায় তাঁদের মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে। এরপর অন্তঃসত্ত্বা হন নুসরত। সে নিয়েও নতুন বিতর্ক দেখা দেয়। নিখিল নিজেই জানান, নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়। তবে প্রেম, সন্তান নিয়ে মুখ খোলেননি নুসরত জাহান। নুসরত প্রসঙ্গে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। কয়েকদিন আগে তাঁদের পার্ক স্ট্রিটেও হাতধরে রাস্তা পেরোতে দেখা যায়। ভাইরাল হয়ে যায় সেই ছবি।

Share it