আফগানিস্তান দখল করার সঙ্গে সঙ্গে আয়ত্তে এসেছে আমেরিকার বিপুল অস্ত্র ভাণ্ডার। গত ২০ বছর ধরে আফগান সেনাকে সরবরাহ করা সেই মারণাস্ত্র এখন তালিবানদের অধীনে। কিন্তু, সেই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে জানে না তালিব জঙ্গিরা। এমনই একটি অস্ত্র নেড়েচেড়ে দেখতে গিয়ে চরম বিপত্তি ঘটাল একজন।
দেখুন ভিডিও:
পাঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি এলাকায় একদল তালিবান জঙ্গি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই সময় একজন সদস্য স্বয়ংক্রিয় রাইফেল নেড়েচেড়ে দেখছেন। ঠিক সেইসময়ই ঘটে চরম বিপত্তি। আচমকাই ট্রিগারে চাপ পড়ে যাওয়ায় গুলি বেরিয়ে আসে। ছিটকে যায় খুলি। মূহূর্তে আলাদা হয়ে যায় ধর ও মুণ্ডু।