নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের সস্তা পেট্রল। হাসি আমজনতার মুখে। টানা 35 দিন পর রবিবারে দাম কমেছিল পেট্রলের। দুদিনও কাটেনি, ফের একবার সস্তা কালো সোনা। কলকাতা সহ দেশের চার মহানগর ও দেশের ছোট-বড় সব শহরে কমেছে পেট্রলের দাম। পাল্লা দিয়ে দুই সপ্তাহের মধ্যে চারবার কমল ডিজেলেএ দামও।
মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 101 টাকা 82 পয়সা। লিটার প্রতি ডিজেল 91 টাকা 98 পয়সা। গতকালের থেকে আজ 11 পয়সা দাম কমেছে পেট্রলের। ডিজেলের দাম 15 পয়সা বদল এসেছে।
রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের বিক্রয়মূল্য 101 টাকা 49 পয়সা। লিটার প্রতি ডিজেল 88 টাকা 92 পয়সা। রাজধানীর বুকে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম কমলেও, দামের পরিমাণ নইয়ে আদৌ কতটা স্বস্তিতে নাগরিকেরা, তা নিয়ে প্রশ্ন আছে।