East Bengal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত! ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়েই দিচ্ছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট। সূত্রের খবর, সেই রাইটস ছেড়ে দেওয়ার চিঠি ইতিমধ্যেই পৌঁছেছে মধ্যস্থতাকারীদের হাতে। সেই চিঠির কপি নবান্নেও পৌঁছে গিয়েছে বলে সূত্র জানাচ্ছে।

ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইমেলও ক্লাব কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে সূত্রের দাবি। চিঠি হাতে পাওয়ার পরে মধ্যস্থতাকারীরা কী উত্তর দেয়, তা জানার জন্য এখন কিছুটা সময় নিচ্ছে বিনিয়োগকারী সংস্থা। সোমবার রাত অথবা মঙ্গলবারের মধ্যেই ক্লাবে চূড়ান্ত চিঠি চলে যাবে বলে খবর।

চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে সমস্যা চলছে। দুই পক্ষের সমস্যার সমাধানের জন্য মধ্যস্থতাকারীরা এগিয়ে এসেছেন। কিন্তু দিন কেটে গেলেও সমস্যা মিটছে না কিছুতেই। বরং প্রতিদিনই নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। এরকম পরিস্থিতিতে বিরক্ত শ্রী সিমেন্ট। ৩১ অগাস্ট বন্ধ হচ্ছে FIFA-এর ট্র্যান্সফার উইন্ডো। ফলে দল গঠন করারও সময়ও হাতে নেই। তবে বিচ্ছেদের জন্য কোনও ঝামেলায় যেতে চাইছে না বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট। একরকম বিনা শর্তেই রাইটস ছেড়ে দিতে ইচ্ছে প্রকাশ করেছে তারা। স্পোর্টিং রাইটস ছেড়ে দেওয়ার জন্য বিনিয়োগকারী সংস্থা কোনও ক্ষতিপূরণ দাবি করবে না ইস্টবেঙ্গল ক্লাবের কাছে।

Share it