নিউজ ওয়েভ ইন্ডিয়া: রেললাইনের উপরে বসেই মোবাইলে গেম খেলতে গিয়ে প্রাণ হারাল ৪ কিশোর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকায়। মোবাইল গেমের নেশায় বুঁদ হয়ে থাকায় দূর থেকে আসা ট্রেনের শব্দও শুনতে পায়নি তারা। ইসলামপুর জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, ঘটনাস্থলে ৪ জনেরই মৃত্যু হয়েছে। যদিও রেলের দাবি, এই ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকজন মিলে রেললাইনের উপরে বসেছিল। চলছিল গল্পগুজব। সকলের হাতে ছিল মোবাইল। তবে কানে হেডফোন ছিল। ঠিক সেই সময় আপ এবং ডাউন লাইন দিয়ে দু’টি ট্রেন চলে আসে। কানে হেডফোন থাকায় তা শুনতে পায়নি তারা। যখন বুঝতে পারে ট্রেন খুব কাছেই এসে গেছে, তখন আর প্রাণ বাঁচানোর সময় পায়নি তারা।
এর আগেও কানে হেডফোন লাগিয়ে রেললাইন পেরোতে গিয়ে অসতর্কতার জেরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। রেললাইনের ওপর টিকটক ভিডিও শ্যুট করতে গিয়েও কয়েক বছর আগে বেশ কয়েকজন কিশোর প্রাণ হারিয়েছিল। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না কারও।