Taliban Torture
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাত্রা ছাড়িয়েছে তালিবান অত্যাচার। সাধারণ আফগান নাগরিকরা অসহায় বোধ করছেন তালিবানি সন্ত্রাসের কাছে। কেউ প্রতিবাদ জানাতে গেলেই গায়ে পড়ছে বন্দুকের নলের গুঁতো। কাবুলের রাস্তায় এরকমই তালিবান অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন যুবককে রাস্তায় টহলরত তালিবান যোদ্ধাদের কিছু বলতে। এরপরই তেড়ে এসে AK-47 রাইফেলের নল দিয়ে ক্রমাগত ওই যুবককে গুঁতো মারতে শুরু করে তালিবানরা। এক প্রত্যক্ষদর্শী ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বুঝিয়েছেন, যাঁরা তালিবানকে বিশ্বাস করছেন বা তাদের শাসন ব্যবস্থায় ভালো কিছু দেখতে পাচ্ছেন, এই ভিডিও তাঁদের জন্য।

Share it