নিউজ ওয়েভ ইন্ডিয়া: ছোটবেলা থেকেই শরীরচর্চায় বিশেষ আগ্রহ ছিল নরেন্দ্রনাথ দত্তের। অনেকেই হয়ত জানেন না কলকাতার ঐতিহাসিক টাউন ক্লাবেও কৈশোরকালে চুটিয়ে ক্রিকেট খেলেছেন তিনি। নরেনের স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার আগে থেকেই তাঁর কর্মকাণ্ড দেশবিদেশের যুব সমাজের কাছে চিরকালীন অনুপ্রেরণা। আর সেই কারণেই প্রতি বছরের মতো এবারেও ১২ জানুয়ারিতে টাউন ক্লাবে বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল স্বামীজিকে।
বুধবার টাউন ক্লাবের তাঁবুতে ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীজির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ক্লাবের প্রায় সমস্ত কর্তাব্যক্তি ও সদস্যরা। মাল্যদান করেন IFA-এর সহ সচিব সুফল গিরি।
ইতিহাসবিদদের দাবি, ১৮৮৪ সালে ইডেনে টাউন ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। ওই ম্যাচে তিনি ৭ উইকেট শিকার করেছিলেন। ম্যাচটি কলকাতা ক্রিকেট ক্লাব এবং টাউন ক্লাবের মধ্যে আয়োজন করা হয়েছিল।
Eden Gardens: Legend & Romance নামে একটি বইয়ে এই বিশেষ ম্যাচটির উল্লেখ পাওয়া যায়। শুধু ক্রিকেট নয়, স্বামীজি নিজে ফুটবলপ্রেমীও ছিলেন। কৈশোরে কুস্তি ও বক্সিংও শিখেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন সসময় যুব সমাজকে খেলাধূলোর প্রতি মনোযোগ দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি।