নিউজ ওয়েভ ইন্ডিয়া: এক কোটি টাকার লটারি। প্রাপক অনুব্রত মণ্ডল ! কিন্তু, তিনি কি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কেষ্ট মণ্ডল ! তা অবশ্য নিশ্চিত করে জানাচ্ছেন না ‘দিদির কেষ্ট’। একটি বেসরকারি সংস্থার টিকিটে তিনি এক কোটি টাকা পেয়েছেন বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি খোদ অনুব্রত মণ্ডল।
শুধু বীরভূম জেলা নয় রাজ্যের দোর্দণ্ড প্রতাপ বলা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁর দেহরক্ষী থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীদের নিয়ে প্রতিদিন দুবেলা ভোজ সভা হয় দলের বোলপুর অফিসে। লাখপতি না কোটিপতি অনুব্রত মণ্ডল এনিয়ে মাথাব্যথা নেই কারও। তবে কানপাতলেই শোনা যায় তিনি নাকি কোটি কোটি পতি। এক সময় বিজেপিতে যোগদান করে মুকুল তাঁর কয়েক কোটি টাকার সম্পত্তি হিসাবে দিয়েছিলেন। বিরোধীদের দাবি অনুব্রত গোটা তৃণমূল দলটা চালান। মুকুল রায়ের অভিযোগ এবং নিন্দুকদের কথা ধরে নিলে অনুব্রত মণ্ডল অনেক আগেই কোটিপতি হয়েছেন। ফলে এক কোটি টাকা নতুন করে তাকে উৎফুল্ল করে না। সোমবার বিকেল থেকে সমাজমাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়তেই শোরগোল পরে যায়। এদিন বিকেলে বেসরকারি কোম্পানির ওয়েবসাইটে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া বিজ্ঞাপন দেখা যায়।
যদিও এনিয়ে নির্বিকার অনুব্রত মণ্ডল। এদিন মহম্মদ বাজার থানার দেওচাতে জঙ্গলমহল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এখন কিছু বলব না। যা বলার পরে বলব”।