নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ উঠছে। আসন্ন সাধারণতন্ত্র দিবসে রাজধানী রাজপথে দেখা যাবে না বাংলার কোনও ট্যাবলো ! এমনই সম্ভাবনা এবার দেখা দিয়েছে। এই সংক্রান্ত প্রতিরক্ষামন্ত্রকের সাম্প্রতিক বৈঠকে বাংলার প্রতিনিধিদের ডাকা হয়নি। ফলে সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে বাংলার ট্যাবলো দেখা না যাওয়া একপ্রকার নিশ্চিত। যদিও এবিষয়ে এখনও কেন্দ্রের তরফে রাজ্যকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
এবার সাধারণতন্ত্র দিবসের থিম, “আজাদি কা অমৃত মহোৎসব।” স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই থিম কেন্দ্রের। সরকারি সূত্রে খবর, এই কারণে রাজ্য সরকারের নেতাজির ওপরেই ফোকাস ছিল। তার ওপরে এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো থেকে বাংলার বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
সরকারি সূত্রে খবর, এবারের ট্যাবলোয় স্বাধীনতা সংগ্রাম, বাংলার বিপ্লবী, বিশেষ করে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা তুলে ধরতে চেয়েছিল বাংলা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না বলেই ধরে নিয়েছে বাংলা। নেতাজির জন্মজয়ন্তী থেকেই এবার সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। অথচ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে নেতাজির রাজ্যের ট্যাবলোই বাদ পড়ছে।
এরআগে ২০২০ সালেও এই ঘটনা ঘটেছিল। সে বছর আন্তর্জাতিক সম্মান পেয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। সেই প্রকল্পের ট্যাবলো তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথের অনুষ্ঠান থেকে বাদ পড়েছিল বাংলা। এই বঞ্চনা নিয়ে সরব হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। নিন্দা করেছেন তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দশেখর রায়ও।