Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া : রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে নবান্ন থেকে। ১৭ এপ্রিল রামনবমীর দিন রাজ্য সরকারি ও সরকার পোষিত সব প্রতিষ্ঠানেই ছুটি থাকবে। তবে চালু থাকবে জরুরী পরিষেবা।

লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এনিয়ে শাসকদলের বক্তব্য, বাংলায় মতুয়া মহাসঙ্ঘের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন, আদিবাসীদের করাম পুজোতেও ছুটি থাকে। এ বার দেওয়া হল রামনবমীর ছুটি। এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই রামনবমীকে কেন্দ্রে করে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। সেক্ষেত্রে এই ছুটি জনসাধারণের কাছে অনেকটাই স্বস্তির বলেও মতামত অনেকের।

Share it