নিউজ ওয়েভ ইন্ডিয়া : রবিবার সবার নজর ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিকে। এটিকে পূর্ব ভারতের সবচেয়ে বড় জমায়েত করার লক্ষ্য নিয়েছে শাসকদল। দলীয় সূত্রে জানানো হয়েছে, উত্তর কলকাতার সমস্ত মিছিল প্রথমে জমায়েত করবে শ্যামবাজারে। দক্ষিণ কলকাতার মিছিলগুলি জমায়েত করবে হাজরা-তে। তারপর হাজরা ও শ্যামবাজার থেকে বড় মিছিল ব্রিগেড গ্রাউন্ডের দিকে যাত্রা শুরু করবে সকাল ১০টা নাগাদ।
দলীয় সূত্রে খবর, তিন ভাগে মঞ্চ ভাগ করে প্রায় ৬০০ নেতা থাকবেন মঞ্চে। শুধু রাজ্যের নেতা নয়। ভিন্ন রাজ্য থেকে দলের নেতৃত্বরা যোগ দেবেন এদিনের সমাবেশে। রীপুন বরা, সুস্মিতা দেব, মুকুল সাংমা, লালিতেশ রাজেশ ত্রিপাঠী, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সকেত গোখালে, এবং সাগরিকা ঘোষও উপস্থিত থাকবেন মঞ্চে।
শাসকদলের লোকসভার প্রচার শুরু হবে এই মেগা জমায়েত থেকেই। কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়নের খতিয়ান দিয়ে প্রচার হবে জনগর্জন সমাবেশে।
দলের সেনাপতি অভিষেককে সঙ্গে নিয়ে একটি বিশেষ ঘোষণাও করতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।
ব্রিগেডের ময়দান থেকেই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের থিম থাকবে “বাংলা জাগবে, গর্জে উঠবে। বিজেপি-র জমিদারি শেষ করবে।”