করোনা আক্রান্ত হয়ে বুধবার সকালে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কবি শঙ্খ ঘোষ আগে থেকেই ভুগছিলেন বয়সজনিত সমস্যায়। তার উপর গত সপ্তাহে শুরু হয় জ্বর। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
সূত্রের খবর, কবি হাসপাতালে ভর্তি হতে চাননি। তাই বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষরক্ষা করা যায়নি।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়েছেন বহুবার। ২০১১ সালে পদ্মভূষণে সম্মানিত হন। তার বহু আগেই ১৯৭৭ সালে পান সাহিত্য একাদেমি পুরস্কার। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য পান সাহিত্যের এই পুরস্কার। ১৯৯৯ সালে আরও একবার এই পুরস্কার পান ‘রক্তকল্যাণ’ নাটক অনুবাদের জন্য। কন্নড় ভাষা থেকে বাংলায় এটি অনুবাদ করেছিলেন কবি। এছাড়া পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান ও জ্ঞানপীঠ পুরস্কার।