বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল তৃণমূল নেতা মদন মিত্রর। এখন অনেকটাই স্থিতিশীল তিনি। তবে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির প্রার্থীকে। বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় SSKM থেকে তাঁকে অ্য়াপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটগ্রহণ হয় কামারহাটি বিধানসভা কেন্দ্রে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্রবল শ্বাসকষ্ট দেখা দেয়। প্রাথমিকভাবে প্রাক্তন পরিবহনমন্ত্রীকে অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু, সেই শ্বাসকষ্ট না কমাতেই বুধবার তাঁকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে।
বুধবার সকালে পিজির উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে হাই রেজোলিউশন কম্পিউটেড টোমোগ্রাফি করা হয়। সেই এইচআরসিটি স্ক্যানেই তাঁর বুকে করোনার পেরিফেরাল প্যাচ ধরা পড়ে। শরীরে অক্সিজেনের মাত্রাও অত্যাধিক কম ছিল মদন মিত্রর। সমস্ত উপসর্গ বিচার করে করোনার পরীক্ষা করা হলে ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। এর পর রাতেই তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে তীব্র শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডেকেও। তাঁর করোনা পরীক্ষাও করা হচ্ছে। যদিও তাঁর পূর্ব কোনও শারীরিক সমস্যা থেকেই এই অসুস্থতা কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থবোধ করছিলেন। ৭০ বছর বয়সী সাধন পাণ্ডে এবার মানিকতলা থেকে ভোটে লড়ছেন। আগামী ২৯ এপ্রিল মানিকতলায় নির্বাচন। ভোটের কাজের চাপে শারীরিক অবস্থার অবনতি বলে মনে করা হচ্ছে।