বিক্ষিপ্ত অশান্তি ও ভয়াবহ করোনা পরিস্থিতি সত্ত্বেও প্রায় আশি শতাংশ ভোটদান হল রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচনে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৭৯.০৮ শতাংশ।
Glimpse of Polling Process at the Polling Station No 157 (Orgram High Madrasah) under 267 Bhatar Assembly Constituency of Purba Bardhaman District. #WestBengalElections2021 @ECISVEEP @SpokespersonECI@rajivkumarec @PIBKolkata pic.twitter.com/ckJFziyDiY
— CEO West Bengal (@CEOWestBengal) April 22, 2021
বৃহস্পতিবার ভোট হয়েছে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান- এই ৪ জেলার মোট ৪৩ আসনে। এরমধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৭৭.৯০ শতাংশ, নদিয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৭৬.১৯ শতাংশ এবং পূর্ব বর্ধমানের ৮টি আসনে ৮২.১৩ শতাংশ।
Aged voter on the way to cast her vote at Polling Station No 250 under 271-Ketugram Assembly Constituency of Purba Bardhaman District. #WestBengalElections2021 @ECISVEEP @SpokespersonECI@rajivkumarec @PIBKolkata pic.twitter.com/exmp2qFguX
— CEO West Bengal (@CEOWestBengal) April 22, 2021
নদিয়া জেলার মধ্যে তহট্টে সবচেয়ে বেশি ভোট পড়েছে। ভোটদানের হার ৮৪.৮৪ শতাংশ। এরপরেই ভোটদান হয়েছে চাপরা বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ৮৪.৭১ শতাংশ। বিধানসভা কেন্দ্র গুলির মধ্যে সবচেয়ে কম ভোটদান হয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুর কেন্দ্রে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে মাত্র ৬৭ শতাংশ ভোটার এদিন ভোট দিয়েছেন।
Glimpse of Model Polling Station No.104, 106, 106A under 274 Galsi (SC) Assembly Constituency of Purba Bardhaman District. #WestBengalElections2021 @ECISVEEP @SpokespersonECI@rajivkumarec @PIBKolkata pic.twitter.com/WHUO4hp0x5
— CEO West Bengal (@CEOWestBengal) April 22, 2021
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ষষ্ঠ দফায় তেমন কোনও বড়সড় অশান্তির খবর সামনে আসেনি। এখনও পর্যন্ত যে সমস্ত খবরগুলি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোটারদের সঙ্গে বচসার জেরে গুলিচালনার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ১০ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
Covid 19 Protocol strictly maintained at the Polling Station No. 99 under 105 Bhatpara Assembly Constituency of North 24 Parganas District.#WestBengalElections2021 @ECISVEEP @SpokespersonECI@rajivkumarec @PIBKolkata pic.twitter.com/sC9jde8Oac
— CEO West Bengal (@CEOWestBengal) April 22, 2021
অশোকনগরেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। যদিও গুলি চলেনি বলে জানিয়েছে কমিশন। বীজপুরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-এর মধ্যে অশান্তি বাঁধে। গন্ডগোলের খবর এসেছে, হালিশহর, বারাকপুর, আমডাঙা থেকেও।