নিউজ ওয়েভ ইন্ডিয়া: দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। ফলে মহানবমীর সকাল থেকেই খাঁ খাঁ করছে শ্রী ভূমির বুর্জ খলিফা পুজো মণ্ডপ। মহাষ্টমীর রাত থেকেই অতিরিক্ত ভীড়ের কারণে পুলিশ প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের প্রবেশ। অনেকে পুজো মণ্ডপ দেখতে এসে ফিরে চলে যাচ্ছেন। ক্ষুব্ধ দর্শনার্থীরা।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ভীড়ে লেকটাউন, উল্টোডাঙা চত্বরে অস্বাভাবিক ট্রাফিক জ্যাম হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। সপ্তমীতে বন্ধ হয়েছিল লেজার শো। অষ্টমীতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর শ্রী ভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় দর্শকদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ।
বুধবার রাতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় শ্রীভূমির পুজো মণ্ডপ। যাতে দর্শকরা প্রবেশ করতে না পারে। ভিতরের দর্শকদের সরিয়ে ফাঁকা করে দেওয়া হয় পুজো মণ্ডপ।
দুবাইয়ের সর্বোচ্চ ভবন ‘বুর্জ খলিফা’-র আদলে তৈরি ১৪০ ফুট উঁচু এই মণ্ডপ। যা দেখতে করোনাবিধির তোয়াক্কা না করে অস্বাভাবিক হারে ভিড় জমাচ্ছিল দর্শকরা। গত কয়েকদিনে রাজ্যেও ক্রমশ বাড়তে চলেছে করোনা সংক্রমণের হার। আর তাতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। মণ্ডপ ঘিরে প্রবল ভিড় জমার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।