Durga Puja Ghat Puja
Share it

সিদ্ধার্থ ভট্টাচার্য (পুরোহিতরত্ন): যে কোনও পুজোয় ঘট কেন অপরিহার্য, সে প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কথা বলেছিলাম পুরোহিতরত্ন সিদ্ধার্থ ভট্টাচার্যের সঙ্গে। নিউজ ওয়েভ ইন্ডিয়া-কে তিনি জানিয়েছেন “ঘট আমাদের দেহের প্রতিরূপ। পুজোর সময় পঞ্চগুঁড়ি দিয়ে পিঠ তৈরি করা হয়। এই পঞ্চগুঁড়ি পঞ্চ মহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম-এর প্রতীক। এই পঞ্চ মহাভূতের উপর মৃত্তিক দিয়ে পিঠ করা হয়। মৃত্তিকা বেদির উপর পঞ্চ শস্য দেওয়া হয়। পঞ্চ শস্য আমাদের কাম, ক্রোধ, লোভ মোহ ও মাৎসর্য-এই মঞ্চ বৃত্তির প্রতীক। এর উপর ঘট স্থাপন করা হয়।”

ঘট আমাদের দেহের প্রতীক। আধ্যাত্মিক ভাষায় দেহকে দেহ ঘট বলা হয়। ঘটের ভিতক পঞ্চরত্ন দেওয়া হয়। আমাদের এই পঞ্চ ইন্দ্রীয় যথা – চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা হল পঞ্চরত্ন। এরপর ঘটে জল ঢেলে পূর্ণ করা হয়।

জল হল দেহ রস অর্থাৎ রক্ত। ঘটে পঞ্চ পল্লব দেওয়া হয়। যা আমাদের গ্রীবা বা গলার রূপ। আমাদের গ্রীবায় পঞ্চ বায়ু অর্থাৎ পান, আপান, উদান, সমান ও ব্যান থাকে। এই পঞ্চ বায়ুই পঞ্চ পল্লবের প্রতীক। এই উপর ডাব বা নারিকেল দেওয়া হয় আমাদের মুখের মতোই। সেই কারণেই নারকেল আমাদের মুখ মণ্ডলের প্রতীরূপ।

মস্তক থাকলে তাতে আচ্ছাদন দিতে হয়। আর সেই কারণে নারকেলের উপর গামছা বা বস্ত্র দেওয়া হয়। এই হল আমাদের দেহের প্রতিরূপ। আর কাণ্ড কাঠি চার বেদের প্রতীক।
(লেখক গুপ্ত প্রেস পঞ্জিকার পণ্ডিত মণ্ডলীর একজন)

Share it