NabaPatrika Snan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আজ শুভ মহা সপ্তমী। ভোর থেকেই কলকাতা ও হাওড়ায় গঙ্গার ঘাটগুলিতে নবপত্রিকা স্নানের জন্য ভীড় লক্ষ্য করা গেছে। বহু বনেদী বাড়ির পুজো, আবাসন ও বারোয়ারি পুজোর তরফে এদিন গঙ্গার ঘাটগুলিতে রীতি আচার মেনে নবপত্রিকা স্নান হয়। বাগবাজার ঘাটে নবপত্রিকা স্নান পর্ব দেখতে ভীড় করেছিলেন বহু অত্যুৎসাহী।

বাগবাজার ঘাটে নবপত্রিকা স্নান
বাগবাজার ঘাটে নবপত্রিকা স্নান

নবপত্রিকাকে চলতি কথায় আমরা বলে থাকি কলাবউ। আসলে নবপত্রিকা হচ্ছে মা দুর্গা স্বয়ং। ন’টি পত্রিকা অর্থাৎ পাতা দিয়ে এই সাজিয়ে মা দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়। এখানে নয়টি উদ্ভিদ। ১) কলাগাছ, ২) কচু ৩) হলুদ ৪) জয়ন্তী ৫) বেল ৬) দাড়িম ৭) অশোক ৮) মান ৯) ধান। সাদা অপরাজিতার লতা দিয়ে বেঁধে এই নবপত্রিকা তৈরি করা হয়।

Share it