নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে পাম এভিনিউয়ের ফ্ল্যাটে সকাল ৮.২০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকেই প্রাক্তন মুখ্য়মন্ত্রীর নতুন করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশ করার পরে ফের অসুস্থ বোধ করেন বুদ্ধদেব বাবু। তখন তাঁকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা হয়। সকাল ১১টা নাগাদ বাড়িতে আসার কথা ছিল চিকিৎসকদের। কিন্তু, তাঁর আগেই সব শেষ। ম্যাসিভ হার্ট অ্যাটাকের জেরেই প্রয়াত হন তিনি।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে গভীর সোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক টুইট বার্তায় তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দযোপাধ্যায় আরও জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় সমস্ত শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকারের তরফে বিষয়টি তদারক করার জন্য।
বুদ্ধদেব মুখ্যমন্ত্রিত্বে তাঁর পূর্বসূরি জ্যোতি বসুর মতোই মরণোত্তর দেহদান করে গিয়েছেন। সেই প্রক্রিয়া কোথায় এবং কী ভাবে সম্পন্ন হবে, তা নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব।