Share it

রুনা খামারু: বাঘ নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৯ জুলাই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tiger Day) হিসাবে। সোমবার আঁকো প্রতিযোগিতা, পোস্টার ও ওপেন ক্যুইজ়ের মাধ্যমে বিশেষ এই দিনটি উদযাপন করল আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষ।

এদিনের অনুষ্ঠানে ১১২ জন স্কুল পড়ুয়া বসে আঁকার প্রতিযোগিতায় অংশ নেন। পোস্টার তৈরির প্রতিযোগিতা ও ওপেন ক্যুইজ়ে অংশ নেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ১২০ জন ছাত্রছাত্রী। কলকাতা সেন্ট জ়েভিয়ার্স কলেজের মাল্টিমিডিয়া বিভাগের পড়ুয়ারা বাঘ সংরক্ষণের উপর দুটি শর্ট ফিল্ম নির্মাণ করেন। সেগুলি প্রদর্শন করা হয় এদিনের অনুষ্ঠানে। প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণের পাশাপাশি অংশগ্রহণকারীদের সবাইকেই সার্টিফিকেট প্রদান করা হয় এদিন। এছাড়া আলিপুর চিড়িয়াখানায় একাধিক এনক্লোজ়ারের ভিতরে বেঙ্গল টাইগার ও সাদা বাঘের উপর নির্মিত একটি শর্ট ভিডিও এদিনের অনুষ্ঠানে প্রদর্শন করা হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে।

‘সেভ টাইগার – সেভ অ্যান ইকোসিস্টেম’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন দপ্তরের পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাঘ্র বিশেষজ্ঞ তথা পশ্চিমবঙ্গ ভিজিলেন্স কমিশনার ও অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল চিফ কনজ়ারভেটর অফ ফরেস্ট অ্যান্ড চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ডক্টর প্রদীপ ব্যস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কনজ়ারভেটর অফ ফরেস্ট (হেড অফ ফরেস্ট ফোর্স) শ্রী নীরজ সিংঙ্ঘল; প্রিন্সিপাল চিফ কনজ়ারভেটর অফ ফরেস্ট (ওয়াইল্ড লাইফ) অ্যান্ড চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন (PCCF WL & CWLW) শ্রী দেবল রায়; প্রিন্সিপাল চিফ কনজ়ারফেটর অফ ফরেস্ট (জেনারেল) শ্রী সন্দীপ সুন্দ্রিয়াল; প্রিন্সিপাল চিফ কনজ়ারফেটর অফ ফরেস্ট, রিমোট মনিটরিং অ্যান্ড ডায়াগনস্টিকস (PCCF RM&D) ডক্টর কণা তালুকদার; প্রিন্সিপাল চিফ কনজ়ারফেটর অফ ফরেস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (PCCF & MD, WBFDC) ডক্টর বিপন কুমার সুদ; ওয়েস্ট বেঙ্গল জ়ু অথরিটির মেম্বার সেক্রেটারি শ্রী সৌরভ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা।

Share it