2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এ বছরের কেন্দ্রীয় বাজেটে পুরনো ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। তবে নতুন ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনা হয়নি। তবে তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর বাজেটে আয়করের ক্ষেত্রে পরিবর্তন হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেন। পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) কোনও পরিবর্তন না হলেও, নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) বেশ কিছু বদল আনা হয়েছে। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) করদাতারা ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।

আয়কর ছাড়ের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা:

* বছরে ০ থেকে ৩ লক্ষ টাকা আয়ে কোনও কর নেই।
* বছরে ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ কর।
* বছরে ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ কর।
* বছরে ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ কর।
* বছরে ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ কর।
* বছরে ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর।

Share it