নিউজ ওয়েভ ইন্ডিয়া: কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তবে খানিকটা স্থিতিশীল। সেই কারণে তাঁর মেডিক্যাল অক্সিজেনের সাপোর্টের মাত্রা কমিয়েছেন চিকিৎসকরা। তাঁর ফুসফুসে সংক্রমণ থাকায় স্ক্যান করা হয়েছে। ফুসফুসে জল জমে আছে বলেও মনে করছেন চিকিৎসকদের টিম।
তাঁর রক্তচাপ অনেকটা কম। যান্ত্রিকভাবে তা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। নবতিপর সংগীতশিল্পীর চিকিৎসায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। তাঁরাই সর্বক্ষণ সন্ধ্যা মুখোপাধ্যায়কে পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতাল সূত্রে খবর, শিল্পীর বেশ কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে না। ফিমার বরাবর বাঁ দিকে চোট রয়েছে। দিন দুই আগে নিজের বাড়ির শৌচালয়ে পড়ে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাতেই হাড়ে চোট লেগেছে বলে মনে করছেন চিকিৎসকরা। তবে জ্বর আপাতত নেই তাঁর। খাওয়া-ঘুমও স্বাভাবিক।