নিউজ ওয়েভ ইন্ডিয়া: দুর্ঘটনার কবলে কামারহাটির বিধায়ক মদন মিত্র। বেলঘরিয়ার রথতলায় বাইকে একটি কর্মসূচিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে চোট বিশেষ গুরুতর নয়। প্রাথমিক শুশ্রুষার পর তিনি কর্মসূচিতেও যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় নিজের বুলেট বাইকে চেপে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন মদন মিত্র। সেই সময় বিটি রোডের উপর আচমকা একটি লরি সামনে চলে আসে। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান কামারহাটির বিধায়ক। হাতে, পায়ে ও কোমরে চোট লাগে তাঁর।
তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জানা গেছে, আপাতত সুস্থই আছেন মদন মিত্র। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কর্মসূচিতেও যোগ দেন।