Sandhya Mukherjee
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: করোনা আক্রান্ত কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার SSKM হাসপাতালে তাঁকে দেখে এসে সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল চিকিৎসা করছেন। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পাশাপাশি সন্ধ্যা মুখোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”

বৃহস্পতিবার বিকেলে SSKM হাসপাতালে কিংবদন্তি শিল্পীকে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “অসুস্থ সন্ধ্যাদিকে মেয়ে এবং জামাই সকালে SSKM হাসপাতালে ভর্তি করেন। বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি হয়েছে। তাঁদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল। ওঁর হার্টেও সমস্যা রয়েছে। আমি অ্যাপোলো হাসপাতালে কথা বলেছি। ওখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওঁকে। কারণ, উনি কোভিড পজিটিভ। তার উপর হৃদযন্ত্রের সমস্যা তো রয়েইছে।”

Share it