নিউজ ওয়েভ ইন্ডিয়া: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সোমবার সন্ধ্যায় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে একথা জানানো হয়েছে।
নবতিপর শিল্পীর ফুসফুস ও হার্টের কার্যকারিতা আগের থেকে বেড়েছে। ঘরের তাপমাত্রায় তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কিংবদন্তি শিল্পী মানসিকভাবে সচেতন রয়েছেন এবং মুখ দিয়ে খাবারও খেতে পারছেন। সামগ্রিকভাবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনও সঙ্কটমুক্ত নন বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে।