নিউজ ওয়েভ ইন্ডিয়া: চলে গেলেন অভিনেতা প্রবীন কুমার সোবতি। আশির দশকের সবচেয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মহাভারত’-এ ‘ভীম’ চরিত্রে অভিনয় করে খ্যাতিলাভ করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লিতে নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবীণকুমার সোবতির।
মহাভারত ছাড়াও অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর সঙ্গেও অভিনয় করেছেন তিনি। বিগ বির সঙ্গে অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর সঙ্গে ‘লোহা’ ছবিতেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও বলিউডের ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’ ছবিতেও অভিনয় করেছিলেন প্রবীণ।
অভিনেতা হওয়ার আগে তিনি দেশের হয়ে অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন। ডিসকাস এবং হ্যামার থ্রো-এ এশিয়ান গেমসে চার বার সোনার পদক জিতেছেন প্রবীন। ১৯৬৮-তে মেক্সিকো এবং ১৯৭২-এ মিউনিখ অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। পেয়েছেন ‘অর্জুন’ সম্মানও। খেলার সূত্রেই BSF-এর ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন তিনি। খেলাধূলা, অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছেন তিনি। ২০১৩-তে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (AAP)-র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।