Chiro Sakha Hey
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভালোবাসার টানাপোড়েন নিয়ে নতুন গল্প বলবে অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের ছবি ‘চিরসখা হে’। ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, ঈশান মজুমদার, বরুণ চন্দ ও মিঠু চক্রবর্তী। ছবির প্রযোজনায় 69 Creative Entertainment। চিত্রনাট্য ও সংলাপ অভীক রায় ও সূর্যনীল বন্দ্যোপাধ্যায়ের। ডিরেক্টর অফ ফটোগ্রাফি শুভদীপ নস্কর। সম্পাদক অনির্বাণ মাইতি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্য ঋত।

পারিবারিক মোড়কে ভালোবাসার গল্প বোনা হয়েছে বড় ক্যানভাসে। বনেদি বাঙালি পরিবারের ছেলে ঈশান। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় জেঠুর কাছে মানুষ। বছর দুয়েক আগে জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়ে উত্তরবঙ্গে তাঁদের আদিবাড়িতে চলে যায়। ঈশান একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পাশাপাশি তাঁর ছবি আঁকার হাতটাও বেশ ভালো।

এরমধ্যে তাঁর সঙ্গে পরিচয় হয় তিলোত্তমার। বছর সাতেক আগে তিলোত্তমার স্বামী মারা গেছে। সেইসঙ্গে তিলোত্তমা’র ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক মর্মান্তিক সত্য। প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে, আচমকাই একদিন মিঠে রোদের মতন উপস্থিত হয় ঈশান। একতরফা ভালোবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে এক হতে? এই নিয়েই তৈরি হয়েছে ‘চিরসখা হে’-এর গল্প।

Share it