FIFA banned Russia
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফুটবল বিশ্বকাপে রাশিয়ার অংশগ্রহণের ওপরে নিষেধাজ্ঞা জারি করল FIFA। ইউক্রেনের ওপর হামলা করার জন্য বিশ্ব ফুটবলে রাশিয়াকে একঘরে করে দেওয়া হয়েছে। ইউরোপেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে নির্বাসিত করেছে উয়েফা (UEFA)। এর ফলে এই বছর কাতার বিশ্বকাপ খেলতে পারবে না রাশিয়া। ক্লাবগুলি খেলতে পারবে না ইউরোপীয় ফুটবলেও।

ফিফা এবং উয়েফা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার কোনও জাতীয় এবং ক্লাব দল ফিফা ও উয়েফার কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না। পরবর্তী বি়জ্ঞপ্তি জারি না করা পর্যন্ত নির্বাসনের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনে আক্রান্তদের পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে গোটা বিশ্বের ফুটবল।’

আগামী মাসেই পোলান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচে খেলার কথা ছিল রাশিয়ার। ফিফা রাশিয়াকে নির্বাসিত করায় সেই ম্যাচও বাতিল হয়ে গিয়েছে। ইউরোপের লিগেও রাশিয়ার ক্লাবগুলি আর খেলতে পারবে না। এমনকি রাশিয়ার মহিলা ফুটবল দলও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে পারবে না।

Share it